From a Doctor

আমাদের সম্পর্কে

  • এই ওয়েবসাইটের মূল লক্ষ্য বাংলা ভাষায়, খুব সহজে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক তথ্য সাধারণ মানুষের কাছে পৌছে দেয়া।

  • একই সাথে আমরা চেষ্টা করবো বাংলা ভাষায় প্রথম রোগ-আর্কাইভ তৈরী করতে যাতে যেকোন সময় আপনি যেকোন রোগ সম্পর্কে জানতে পারেন।

  •  তথ্যের নির্ভরযোগ্যতা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপুর্ণ।

  • আমরা চেষ্টা করবো এই ওয়েবসাইটের সকল তথ্য আপডেটেট রাখতে যাতে আপনার হাতের মুঠোয় আপনার সকল স্বাস্থ্যতথ্য থাকে।

  • এই ওয়েবসাইটের সব লেখায় ‘চিকিৎসক’ বলতে শুধুমাত্র নুন্যতম এম বি বি এস/বি ডি এস ডিগ্রীধারী এবং বি এম ডি সি রেজিষ্ট্রেশনধারীদের বোঝানো হয়েছে।
  • এই ওয়েবসাইটের কোন লেখা চিকিৎসকের পরামর্শের বিকল্প হিসেবে নেয়া যাবে না।

জানুন, ভালো থাকুন।

 

যাদের হাত ধরে শুরু

ডা. মোহাম্মদ কামরুল ইসলাম শিপু এই প্রজেক্টটি শুরু করেন এবং বর্তমানে এই প্রজেক্টের প্রতিষ্টাতা এবং চিফ এডিটর। বর্তমানে তিনি দ্য ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে ক্লিনিক্যাল রিসার্চ ফেলো ইন ভ্যাক্সিনোলজি পদে কাজ করছেন।

২০১৯ সালে তিনি পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়, দ্য ইউনিভার্সিটি অব এডিনবরায় ফুল ফান্ডেড স্কলারশিপে  ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এন্ড ইনফেকসাস ডিজিজে মাস্টার্স করার সুযোগ পান এবং কৃতিত্বের সাথে ডিগ্রি সম্পন্ন করেন। একই সাথে তিনি ব্রিটেনে চিকিৎসক হিসেবে কাজ করার জন্য রেজিস্ট্রেশন পরীক্ষাগুলো পাস করে জেনারেল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন পান।

২০২৩ সালের শুরুতেই তিনি পৃথিবীসেরা বিদ্যাপীঠ দ্য ইউনিভারসিটি অব অক্সফোর্ডের ভ্যাকসিন গবেষনার খ্যাতনামা প্রতিষ্টান অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ এবং জেনার ইন্সটিটিউট থেকে ক্লিনিক্যাল ফেলো ইন ভ্যাক্সিনোলজি পদে কাজ করার অফার পান। একই বছরের মার্চে তিনি অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপে ক্লিনিক্যাল রিসার্চ ফেলো হিসেবে যোগদান করেন।  তিনি একইসাথে অনেকগুলো ক্লিনিক্যাল ট্রায়ালে কাজ করছেন। এর মধ্যে একটি ফার্স্ট ইন হিউম্যান ভ্যাক্সিন ট্রায়াল এবং একটি এক্সপেরিমেন্টাল মেডিসিন ট্রায়ালের লিড ডক্টরের দায়িত্ব পালন করছেন। দেশে তিনি নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে সর্বশেষ মাইক্রোবায়োলজির এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেছেন।

ডা. শিপু ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন কন্ট্রিবিউটর এই প্রজেক্টে কাজ করেছেন। তাদের নাম তাদের করা প্রতিটি লেখার শেষে উল্লেখ করা আছে।

এই প্রজেক্টে কেউ কাজ করতে চাইলে ফেসবুক অথবা লিঙ্কডইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগের অনুরোধ রইলো।