আমাদের শরীরের ভেতরে বৃহদান্ত্রে.২ থেকে ৪ ইঞ্চি লম্বা একটি অংশকে অ্যাপেন্ডিক্স বলে।অ্যাপেন্ডিক্স যখন কোন কারণে ফুলে যায় তখন তীব্র ব্যথার সৃষ্টি হয়। এই ব্যথাকেই আমরা এপেন্ডিসাইটিস নামে চিনি।
কেন হয়?
পুরোপুরি নিশ্চিত ভাবে বলা সম্ভব নয় কেন এপেন্ডিসাইটিস হয়। কিন্তু কোন কারণে অ্যাপেন্ডিক্স ব্লক হয়ে গেলে সেটার কারণে অ্যাপেন্ডিক্স প্রদাহ হতে পারে যার কারণে তীব্র ব্যথা হয়।
কাদের হয়?
এটি বেশ কমন একটি সমস্যা। এটি সাধারণত কম বয়সী মানুষদের বেশি হয়। ১০ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে এটা হওয়ার প্রবণতা বেশি।
লক্ষণসমূহঃ
- নাভি এবং তলপেটের আশেপাশে হালকা ব্যাথা হওয়া। কয়েক ঘণ্টার মধ্যে এই ব্যথা ডানদিকে সরে যাওয়া এবং তীব্রতা অতিরিক্ত বৃদ্ধি পাওয়া।
- বমি বমি ভাব বা বমি হওয়া
- পেট ফুলে যাওয়া
- কোন কিছু খেতে না পারা
কখন হাসপাতালে যাবেন?
- আপনার পেটে ব্যথা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে নিকটস্থ হাসপাতালে চলে যান।
- যদি পেটে ব্যাথা আস্তে আস্তে কমতে থাকে এবং পরবর্তীতে হঠাৎ করে আবার তীব্র ব্যাথা শুরু হয় তাহলে সেটা আপনার অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার লক্ষণ হতে পারে। এটি খুবই মারাত্মক এবং সাথে সাথে হাসপাতালে যেতে হবে।
হাসপাতালে কি করা হয়?
প্রথমেই আপনার পেটে ব্যাথা এপেনডিক্স এর কারনে কি না সেটা আপনার লক্ষণসমূহ এবং বিভিন্ন পরীক্ষা করে বের করা হয়। যদি চিকিৎসক নিশ্চিত এপেন্ডিসাইটিস তাহলে বেশিরভাগ ক্ষেত্রে একটি অপারেশনের মাধ্যমে কেটে ফেলা হয়। এই অপারেশন পেট কেটে বা পেটের মধ্যে ছিদ্র করে করা যায়।
আপনার চিকিৎসক অপারেশন করার আগে আপনার সাথে উভয় প্রক্রিয়ার ভালো ও খারাপ দিক নিয়ে কথা বলতে পারেন।
অপারেশন করার পর পুরোপুরি সুস্থ হতে কয়েক সপ্তাহ থেকে একমাস সময় লাগতে পারে।
সতর্কতাঃ
নাভির আশে পাশে এবং তলপেটের যেকোনো তীব্র ব্যাথা নিয়ে অবহেলা করা যাবে না। অ্যাপেন্ডিক্স ফেটে গেলে খুব বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় এবং এটার চিকিৎসা করা ও জটিল। এপেন্ডিসাইটিস অপারেশনের পর ছোট থেকে বড় জটিলতা দেখা দিতে পারে যেটা যেকোনো অপারেশনের পর হতে পারে।
অ্যাপেন্ডেকটমি করার পরে, আপনার যদি নিচের লক্ষনগুলো দেখা দেয় তাহলে সাথে সাথে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।
- অবিরাম বমি বমি ভাব
- আপনার পেটে ক্রমাগত ব্যথা
- মাথা ঘোরা / অজ্ঞানতার অনুভূতি
- আপনার বমি, প্রস্রাব বা মল থেকে রক্ত
- জ্বর
- ডায়রিয়া।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই অপারেশন জটিলতামুক্ত এবং বেশিরভাগ রোগী অপারেশন করার পর সুস্থ জীবন যাপন করতে পারে।