From a Doctor

এপেন্ডিসাইটিস এর কারন চিকিৎসা

এপেন্ডিসাইটিস; কিভাবে বুঝবেন, কি করবেন

অ্যাপেন্ডিক্স হলো আমাদের বৃহদান্ত্রের সঙ্গে লাগানো আঙ্গুলের মত দেখতে একটি থলি। অ্যাপেন্ডিক্স এর কাজ কি সেটা আজও স্পষ্ট নয়। কিন্তু কোন কারনে এই আঙুলের মতো থলিতে প্রদাহ হলে সেটার ব্যাথা এবং সাথে অন্যান্য যেসব লক্ষণ দেখা যায় এই পুরো জিনিসটাকেই আমরা এপেন্ডিসাইটিস বলে থাকি।

লক্ষণসমূহঃ

  • হঠাৎ ব্যথা যা আপনার নাভির চারপাশে শুরু হয় এবং প্রায়শই আপনার পেটের ডান পাশে নিচের দিকে স্থানান্তরিত হয়
  • হঠাৎ ব্যথা যা তলপেটের ডানদিকে শুরু হয়
  • ব্যথাটি কাশি, হাঁটা বা অন্যান্য ঝাঁকুনী লাগলে খারাপ হয়
  • বমি বমি ভাব এবং বমি হওয়া
  • ক্ষুধামন্দা
  • হালকা জ্বর যা অসুস্থতা বাড়ার সাথে সাথে আরও খারাপ হতে পারে
  • কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া
  • পেটে ফুলে যাওয়া
  • পেট ফাঁপা

কাদের বেশি হয়?

এপেন্টিসাইটিস খুবই কমন একটি রোগ। যেকোন বয়সে যে কারো হতে পারে। তবে তরুন বয়সে এই রোগ বেশি হয়। এজন্য তরুনদের এটি সম্পর্কে সচেতন থাকা উচিত।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

এপেন্ডিসাইটিস এর ব্যথা প্রথমদিকে সাধারণ পেট ব্যথার মতো শুরু হয়। এজন্য আমাদের দেশে অনেকেই এটাকে সাধারণ পেট ব্যাথা বা গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে সে অনুযায়ী ফার্মেসি থেকে ওষুধ কিনে খেতে থাকেন। ফার্মেসিওয়ালারাও  অনেক সময় ব্যথার ওষুধের সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। কিন্তু এরকম চিকিৎসা খুব ভয়ঙ্কর রূপ নিতে পারে যদি এপেন্ডিসাইটিস এর কারণে অ্যাপেন্ডিক্স ব্রাস্ট হয়ে যায়।

 এজন্য উপরে বর্ণিত লক্ষণ গুলির মধ্যে প্রথম দুটি লক্ষণ দেখা দিলে নিকটস্থ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক এর  কাছে যান অথবা সম্ভব হলে আপনার নিকটস্থ রেজিষ্টার্ড চিকিত্সকের চেম্বারে যান। 

কিভাবে চিকিৎসা করা হয়?

 আপনার এপেন্ডিসাইটিস হলে, সার্জন অপারেশনের মাধ্যমে অ্যাপেন্ডিক্স কেটে ফেলে দিবেন।  এই অপারেশনকে এপেন্ডিসেকটমি বলে। 

এটি পেট কেটে অথবা ছিদ্র করে ল্যাপারোস্কপির দ্বারা করা যেতে পারে।

কিভাবে অপারেশন করা হবে সে বিষয়ে আপনার সার্জন আপনার সাথে কথা বলবেন। 

চিকিৎসা না করালে কি সমস্যা?

সময়মতো  এপেন্ডিসাইটিস এর চিকিৎসা না করালে, আপনার অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে যেতে পারে। এটি খুবই ভয়ঙ্কর একটি অবস্থা এবং অনেক ক্ষেত্রে সাথে সাথে অপারেশন না করলে রোগীর মৃত্যু হতে পারে। 

 

আমাদের প্রতিটি লিখা চিকিৎসক দ্বারা লিখিত এবং সম্পাদিত। এই ওয়েবসাইটে চিকিৎসক/ডাক্তার বলতে নুন্যতম এম বি বি এস বা বি ডি এস ডিগ্রিধারী ডাক্তারদের বোঝানো হয়। এই ওয়েবসাইটের সকল লেখা সচেতনতামূলক এবং চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়