বাচ্চাদের মুখের ভেতরে বিশেষ করে জিব্বায় সাদা একটি স্তর অনেকেই দেখেছেন। বড়দের মাঝে মাঝে সমস্যা হয়। এটা খুব বড় কোনো সমস্যা নয়। সাধারণত এটাকে ওরাল থ্রাশ বলে।
বাচ্চাদের এবং বড়দের ক্ষেত্রে এটি ভিন্নভাবে বোঝা যায়।
লক্ষণসমূহঃ
বাচ্চাদের ক্ষেত্রে-
- দইয়ের উপরের স্তরের মত সাদা একটি স্তর দেখা যায়। সাধারণত বাচ্চাদের জিহ্বায় এধরনের স্তরকে অনেকে শুধুমাত্র দুধ খাওয়ার কারণে হয়েছে বলে মনে করেন। এই স্তরটি যদি ওরাল থ্রাশ হয়ে থাকে তাহলে এটিকে সহজে তোলা যাবেনা।
- জিব্বা ছাড়াও বুকের ভিতর অন্যান্য জায়গায় সাদা ছোপ ছোপ স্তর দেখা যাবে।
- এই সমস্যা হলে বাচ্চারা খেতে চায় না।
বড়দের ক্ষেত্রে-
- মুখের ভিতরে লাল হয়ে যায়।
- সারা মুখের বিভিন্ন জায়গায় সাদা সাদা স্তর দেখা যায়। জিব্বায় বেশি থাকে।
- আপনি কোন কিছু দিয়ে সাদা স্তর মুছে দিলে সেখান থেকে রক্ত বের হতে পারে।
এছাড়াও-
- মুখের কোণায় ফাটল
- মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়া
- খাওয়া-দাওয়া করতে সমস্যা
- মুখের ভিতরে এবং জিব্বায় ব্যাথা করা
কেন হয়?
মুখের ভেতর ক্যান্ডিডা এলবিকানস নামক ছত্রাক দ্বারা এ রোগ হয়।
কাদের হয়?
- বাচ্চাদের
- যারা অন্য কোন ইনফেকশনের জন্য এন্টিবায়োটিক খাচ্ছেন।
- স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার করলে। যেমন এজমার রোগীরা স্টেরয়েড ইনহেলার ব্যবহার করেন, তাদের এই সমস্যা বেশি দেখা যায়।
- অতিরিক্ত অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ ব্যবহার করলে।
- মুখের ভেতর লালা কম থাকলে ( এটি বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন কেমোথেরাপি দিলে সমস্যা হয়)
- যাদের ডায়াবেটিস আছে।
- যারা ধূমপান করেন।
কিভাবে এই রোগ প্রতিরোধ করবেন?
- আপনার ডায়াবেটিস থাকলে রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন।
- আপনি যদি কোনো কারণে স্টেরয়েড ব্যবহার করে থাকেন যেমন এজমার ইনহেলার, সে ক্ষেত্রে ইনহেলার ব্যবহারের পর পানি দিয়ে ভালো করে কুলি করে নিতে হবে।
- মুখের ভেতর নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন।
- আপনি যদি এমন কোন ঔষধ খান যেটার কারনে আপনার মুখ শুকিয়ে যায়, তাহলে বারবার একটু একটু করে পানি পান করুন।
- বিভিন্ন পুষ্টিকর শাকসবজি ও ফলমূল খান।
- ধূমপান বন্ধ করুন।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
- ওরাল থ্রাশ যদি নিজ থেকে না কমে।
- মুখের ভেতর আরো বেশি ছড়িয়ে পড়ে।
- আপনি যদি মনে করেন আপনার গলার ভেতরে অস্বস্তি হচ্ছে।
- ওরাল থ্রাশের সাথে যদি জ্বর আসে।
- চার মাসের কম বয়সী বাচ্চাদের ওরাল থ্রাশ হলে।