বিভিন্ন কারণে আপনার নাকের মাধ্যমে গন্ধ নেয়ার ক্ষমতা কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এ সমস্যা সৃষ্টি হলে সাথে আরেকটি সমস্যা প্রকট হয়ে দেখা দেয়, সেটা হলো স্বাদ হীনতা বা কোন খাবারে স্বাদ না পাওয়া।
সাধারণত এটা নিজে নিজেই ভালো হয়ে যায় তাই ভয় পাবার কিছু নেই।
কি কারণে হয়?
- ঠাণ্ডা জনিত সর্দি কাশি
- ভাইরাস জনিত সর্দি-জ্বরে
- সাইনুসাইটিস
- বিভিন্ন ধরনের এলার্জি যেগুলো নাকের সর্দি সহ অন্যান্য সমস্যা করে।
- করোনাভাইরাসের সংক্রমনে
আপনি কি করতে পারেন?
- নাক পরিষ্কার রাখুন
- নাকের ভিতর লবণ পানি দিয়ে পরিষ্কার করুন। এক গ্লাস পানিতে এক চিমটির মতো লবণ নিয়ে সেটা নাকের ভিতর দিয়ে পরিষ্কার করতে পারেন। এজন্য ন্যাসাল ইরিগেশন ডিভাইস কিনতে পাওয়া যায়। আপনি চাইলে ওয়ান টাইম প্লাস্টিকের সিরিঞ্জে লবণ পানি নিয়ে আস্তে আস্তে পরিষ্কার করতে পারেন।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
- যদি কয়েক সপ্তাহেও এটা ঠিক না হয়
- এই সমস্যার সাথে যদি অন্য সমস্যা যেমন শ্বাস নিতে কষ্ট হওয়া, নাক দিয়ে রক্ত পড়া ইত্যাদি দেখা দেয়।
চিকিৎসক কি করতে পারেন?
সাধারণত চিকিৎসকরা এই সমস্যার মুল কারণ খুঁজে বের করার চেষ্টা করবেন তারপর সেই কারণকে ঠিক করার জন্য চিকিৎসা প্রয়োজন হলে দিবেন। মাঝে মাঝে এই সমস্যা স্থায়ীও হয়, সেসব ক্ষেত্রে কোন চিকিৎসা করার থাকে না।
সতর্কতাঃ
এই সমস্যার জন্য নিজ থেকে কোন ঔষধ কিনে খাবেন না। এটা সাধারণত নিজে নিজেই ভালো হয়ে যায়। না হলে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।
আমাদের প্রতিটি লিখা চিকিৎসক দ্বারা লিখিত ও সম্পাদিত। এই ওয়েবসাইটে চিকিৎসক বলতে নুন্যতম এম বি বি এস ডিগ্রিধারী ডাক্তারদের বোঝানো হয়। এই ওয়েবসাইটের সকল লেখা সচেতনতামূলক এবং চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়।
Pingback: করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট; যা জানা প্রয়োজনীয় - From a Doctor