এই করোনা মহামারীর সময়ে অনেক মানুষের সর্দি কাশি জ্বরের সাথে গলা ব্যথার সমস্যা দেখা যাচ্ছে।অনেকের শুধু গলা ব্যথা হলেই করোনা হয়ে গেল কি না সে ভয়ে থাকেন। কিন্তু গলা ব্যাথার অনেক কারণ রয়েছে। সাধারণত এগুলো এক সপ্তাহের মধ্যে নিজ থেকেই ভালো হয়ে যায়।
কেন হয়?
সাধারণত আবহাওয়া পরিবর্তন জনিত কারণে বিভিন্ন ভাইরাস দিয়ে যে সর্দি জ্বর হয়, সেজন্য গলা ব্যথা হতে পারে। এছাড়াও-
- ধূমপান করলে
- গলার ভেতর কোনো ইনফেকশন হলে
- টনসিলের ইনফেকশন টনসিলাইটিস হলে
- গ্লান্ডুলার ফিভার নামক এক ধরনের ইনফেকশনের কারণে
- করোনাভাইরাস ইনফেকশনের কারণে
লক্ষণসমূহঃ
- গলার ভিতর ব্যাথা করা
- কোন কিছু গিলতে ব্যাথা হওয়া
- মুখের ভেতরে লাল হয়ে যাওয়া
- মুখের ভেতর থেকে দুর্গন্ধ আসা
- গলার আশেপাশে ছোট ছোট গোল গ্লান্ড দেখতে পাওয়া
আপনি কি করবেন?
- হালকা গরম পানিতে একটু লবণ দিয়ে গরগরা করুন
- প্রচুর পরিমাণে পানি পান করুন
- নরম খাবার খান
- ধূমপান সম্পূর্ণরূপে পরিহার করুন
- পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন
- গলায় একটু আরাম পাওয়ার জন্য মিন্ট যুক্ত লজেন্স খেতে পারেন
- প্যারাসিটামল খেতে পারেন
- চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ধরনের অ্যান্টিবায়োটিক খাবেন না।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
- প্রচন্ড গলা ব্যথা হলে
- এক সপ্তাহ সময়ে গলা ব্যথা না কমলে
- সাথে জ্বর থাকলে এবং কাঁপুনি থাকলে
- আপনার ডায়াবেটিস বা ক্যান্সার জাতীয় রোগ থাকলে গলা ব্যথা হলে চিকিৎসকের কাছে যেতে হবে
বাচ্চাদের ক্ষেত্রে-
- শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হলে
- মুখ দিয়ে লালা ঝরে পড়লে
- শ্বাস-প্রশ্বাস নেয়ার সময় বাঁশির মতো শব্দ হলে
- বাচ্চা খুবই দুর্বল হয়ে গেলে
- অতিরিক্ত কান্নাকাটি করলে বার নড়াচড়া কম করলে
- খাওয়া দাওয়া বন্ধ করে দিলে।
সতর্কতাঃ
বাচ্চাদের ক্ষেত্রে গলা ব্যাথা সাথে উপরোক্ত লক্ষনগুলো দেখা দিলে সাথে সাথে হাসপাতালে যেতে হবে।