From a Doctor

জলবসন্ত বা চিকেনপক্স  

জলবসন্ত বা চিকেনপক্স, লক্ষণ ও চিকিৎসা

চিকেনপক্স বেশিরভাগসময় বাচ্চাদের হয়। যদিও আপনি এটি কোনও বয়সেই পেতে পারেন। সাধারণত ১ থেকে ২ সপ্তাহের মধ্যে নিজ থেকেই ভালো হয়ে যায়। 

লক্ষনঃ 

  • চিকেনপক্স শুরু হয় লাল দাগ দিয়ে। এগুলি শরীরে যে কোনও জায়গায় হতে পারে এবং ছড়িয়ে পড়তে পারে।
  •  সেগুলো থেকে ফোসকা হয়ে যায়। ফোসকা ফেটে যেতে পারে।

এছাড়া- 

আপনি দাগগুলি প্রদর্শিত হওয়ার আগে বা পরে লক্ষণগুলি পেতে পারেন, সহ:

  • উচ্চ জ্বর 
  • ব্যথা 
  • অসুস্থ বোধ করা
  • ক্ষুধামন্দা 

সমস্ত দাগ শেষ না হওয়া অবধি আপনার স্কুল, নার্সারি বা কাজ থেকে দূরে থাকতে হবে।

এটি সাধারণত দাগগুলি প্রদর্শিত হওয়ার 5 দিন পরে।

কি করবেন?

  • প্রচুর পানি ও অন্যন্য তরল পান করুন।
  • ব্যাথা হলে প্যারাসিটামল খেতে পারেন।
  • বেশি চুলকাবেন না।
  • ফুড়ির উপর কিছু লাগাবেন না।
  • চুলকানির জন্য এন্টি-হিস্টামিন খেতে পারেন।
  • বাচ্চাদের হলে রাতে হাতমোজা পড়িয়ে রাখতে পারেন যাতে বেশি চুলকাতে না পারে।
  • পুষ্টিকর খাবার খাবেন।
  • গর্ববতী মহিলা ও ঘরের অসুস্থ লোকদের কাছ থেকে আলাদা থাকবেন।

কখন ডাক্তারের কাছে যাবেন?

  • আপনি প্রাপ্তবয়স্ক ও চিকেনপক্স হয়েছে
  • আপনি গর্ববতী অবস্থায় চিকেনপক্স হলে।
  • আপনার ডায়বেটিস, ক্যান্সার, টিবি ইত্যাদি রোগ থাকলে।

কিভাবে ছড়ায়ঃ 

চিকেনপক্স আক্রান্ত ব্যক্তির সাথে একই ঘরে থাকলে। এটি সাধারনত শ্বাসের মাধ্যেমে ছড়ায়। এছাড়া আক্রান্ত ব্যক্তির ফোস্কা থেকে বের হওয়া পানির মাধ্যমেও ছড়ায়। 

দাগগুলি প্রদর্শিত হওয়ার ২ দিন আগে থেকে শুরু করে সব ফুস্কা শুকিয়ে যাওয়া পর্যন্ত চিকেনপক্স সংক্রামক থাকে ।

সতর্কতাঃ

গর্ভাবস্থায় ঘরের কারো এই রোগ হলে সতর্ক থাকতে হবে। এছাড়া আশেপাশে কারো চিকেনপক্স থাকলে তাদের সংস্পর্শে আশা যাবে না। আপনার চিকিৎসককে জানাতে হবে আপনি চিকেন পক্সের রোগীর আশেপাশে গিয়েছেন বা যাওয়ার সম্ভাবনা আছে। চিকিৎসক সে অনুসারে ব্যবস্থা নিবেন। 

 

লিখেছেন,
এম বি বি এস
এম এস সি ক্যন্ডিডেট, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এন্ড ইনফেকশাস ডিজিজ
দ্য ইউনিভার্সিটি অব এডিনবরা,ইউ কে
আমাদের প্রতিটি লিখা চিকিৎসক দ্বারা লিখিত এবং সম্পাদিত। এই ওয়েবসাইটে চিকিৎসক/ডাক্তার বলতে নুন্যতম এম বি বি এস বা বি ডি এস ডিগ্রিধারী ডাক্তারদের বোঝানো হয়। এই ওয়েবসাইটের সকল লেখা সচেতনতামূলক এবং চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়