দাঁতের মাড়ি দিয়ে রক্ত পরার অন্যতম কারন হল-
১.দাঁতের মাড়ির প্রদাহ বা জিঞ্জিভাইটিস।
২.ভিটামিন-সি এর অভাব।
৩.শক্ত দানা যুক্ত ব্রাশ ব্যবহার করা।
৪.দাঁত মাজার সঠিক নিয়ম না জানা।
কেন হয়?
খাবার গ্রহনের পরে অনেকসময় দাঁত ও মাড়ির মাঝের খাঁজে খাদ্যকনা জমে থাকে।
এই খাদ্যকথা সাধারণত সঠিক নিয়মে দাঁত ব্রাশ করলে চলে যায়।
কিন্তু যদি দাঁতের মাঝে জমে থাকা খাদ্যকণা ঠিকমত পরিস্কার করা না হয়,তবে ব্যাকটেরিয়ার উপস্থিতিতে এটা জমে গিয়ে সময়ের সাথে দাঁতের উপর এক ধরনের আবরন তৌরী করে যাকে ডেন্টাল প্লাক বলে।
এবং পরবর্তীতে এটা ব্রাশের সাথে সহজে পরিস্কার হয় না।এই প্লাক জমে ধীরে ধীরে শক্ত হয়ে ক্যালকুলাসে রুপান্তর হয় যাকে সহয় বাংলায় দাঁতের পাথর বলে। ক্যালকুলাসে বিদ্যমান ব্যাকটেরিয়া দাঁতের মাড়িতে প্রদাহ করে। মাড়ি লাল হয়ে ফুলে যায় এবং মাড়ি থেকে রক্তপাত হয়।
অনেক ক্ষেত্রে দাঁতের মাড়ি নিচে নেমে গিয়ে দাঁতের সংবেদনশীল অংশ উন্মুক্ত হয়ে যায় এবং দাঁতে শিরশির অনুভূত হয়।
◾রক্তপাত কখন বেশি দেখা যায়?
রুগী সাধারণত দাঁত ব্রাশ করার সময় রক্তপাত বেশি বুঝতে পারেন এবং ভয়ে দাঁত ব্রাশ করা আরো কমিয়ে ফেলেন যার ফলে দাঁত আরো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাই এমনটা করা যাবে না।
◾চিকিৎসা কি?
১.দাঁতের ক্যালকুলাস পরিস্কারের জন্য অবশ্যই চিকিৎসক এর কাছে যেতে হবে।
স্কেলিং এর মাধ্যমে দাঁতের ক্যালকুলাস পরিস্কার করা হয়।
২.সকালের নাস্তার পরে এবং রাতের খাবারের পরে প্রতিদিন দুইবার নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে।
৩.মাউথওয়াশ ব্যাবহার করতে হবে অথবা কুসুম-গরম পানিতে লবন দিয়ে দিনে ৩ বার কুলকুচি করতে হবে।