From a Doctor

urine infection

প্রস্রাবের ইনফেকশন ও চিকিৎসা

প্রস্রাবের বেশিরভাগ ইনফেকশন জীবাণু (ব্যাকটেরিয়া ) দ্বারা  হয়ে থাকে।  প্রস্রাবে কোনো ইনফেকশন হলে মেডিকেলীয় ভাষায়  এটাকে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বলা হয়।  এই ইনফেকশন কিডনি থেকে শুরু করে প্রস্রাবের রাস্তার শেষ মাথা পর্যন্ত যেকোনো জায়গায় হতে পারে।

 কেন হয়?

  • সহবাস করার কারণে
  •  গর্ভধারণ করার সময়
  •  কম পানি পান করলে
  •  যৌনাঙ্গ পরিষ্কার না রাখা
  •  আপনার  প্রোস্টেট বড় হয়ে গেলে ( পুরুষদের)
  •  কিডনির বিভিন্ন সমস্যা যেমন; কিডনিতে পাথর থাকলে
  •  প্রস্রাবের রাস্তায় কোন কারণে ক্যাথেটার ঢোকানো থাকলে
  • আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে ।
  • কোন কারন ছাড়াই এটা হতে পারে।

 লক্ষণ সমূহঃ

  • প্রস্রাব করার সময় প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া করা
  •  স্বাভাবিকের চেয়ে বেশি বার প্রস্রাব হওয়া
  •  তলপেটে ব্যথা করা
  •  প্রস্রাব ঘন হয়ে যাওয়া বা প্রস্রাবে দুর্গন্ধ করা
  •  হঠাৎ করেই উচ্চমাত্রার  জ্বর
  •  পেটের দুই পাশে ব্যথা করা
  • বমি বমি ভাব বা বমি হওয়া

 আপনি কি করতে পারেন?

  •  প্রস্রাবের জ্বালাপোড়া  ও ব্যথা কমাতে-
  •  প্যারাসিটামল খেতে পারেন
  •  প্রচুর পানি পান করুন
  •  সহবাস করা থেকে বিরত থাকুন
  • যৌনাঙ্গ পরিষ্কার এবং শুকনো রাখুন
  • সহবাস করার আগে ও পরে পরিষ্কার পানি দিয়ে যৌনাঙ্গ পরিষ্কার  করুন
  •  সহবাস করার পরে যত তাড়াতাড়ি সম্ভব প্রস্রাব করুন
  •  বাচ্চাদের ক্ষেত্রে ন্যাপিতে পায়খানা বা প্রস্রাব করলে তারাতারি বদলে দিন।
  • গোসলের সময় যৌনাঙ্গে (মহিলাদের) অতিরিক্তএক্স সুগন্ধি সাবান ব্যবহার করবেন না
  •  অতিরিক্ত টাইট আন্ডারওয়্যার করা থেকে বিরত থাকুন
  •  প্রস্রাব ধরলে,  আটকে রাখবেন না
  •  অতিরিক্ত চিনিযুক্ত পানীয় যেমন কোকাকোলা পেপসি ইত্যাদি বর্জন করুন

কখন চিকিৎসকের কাছে যাবেন?

  •  আপনার প্রথমবারের মতো এইসব লক্ষণ দেখা দিলে
  •  বাচ্চাদের যে কোন লক্ষণ দেখা দিলে
  •  গর্ভবতী মহিলাদের এসব লক্ষণ দেখা দিলে
  •  কোন অপারেশন করার পর এসব লক্ষণ দেখা দিলে
  •  দুই থেকে তিন দিনের মধ্যে লক্ষণ কমে না গেলে
  •  ইনফেকশন ট্রিটমেন্ট নেয়ার পরও না কমলে। 

আপনাকে জরুরিভিত্তিতে হাসপাতালে যেতে হবে যদি  প্রস্রাবের ইনফেকশনের লক্ষণ এর সাথে-

  •  হঠাৎ করে প্রচন্ড জ্বর উঠে
  •  হঠাৎ করে শরীর খুব ঠান্ডা হয়ে যায় এবং কাপুনি হতে থাকে
  • সারাদিনে একবারও প্রস্রাব না হলে
  • আপনার ঘুম ঘুম লাগা, মাথা ঘোরা,
  • কথা বলতে সমস্যা হওয়া বা পরিব ারের মানুষকে চিনতে সমস্যা হওয়া

কি চিকিৎসা দেয়া হয়?

 সাধারণ প্রস্রাবে ইনফেকশন হলে আপনাকে ব্যথার জন্য মুখে খাবারও  এসব ঔষধ এবং প্রস্রাবে ইনফেকশন যে জীবাণু  দিয়ে  হয়েছে সে অনুসারে এন্টিবায়োটিক দেয়া হতে পারে। আপনার লক্ষণ যদি খুব বেশি তীব্র হয় তাহলে আপনাকে হাসপাতলে ভর্তি হয়ে  শিরার মধ্যে দিয়ে ঔষধ দেয়া লাগতে পারে।

 

লিখেছেন,
ডা কামরুল ইসলাম শিপু
সিনিয়র লেকচারার, মাইক্রোবায়োলজি, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ
এম এস সি ক্যান্ডিডেট, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এন্ড ইনফেকশাস ডিজিজ
দ্য ইউনিভার্সিটি অব এডিনবরা, ইউ কে।

আমাদের প্রতিটি লিখা চিকিৎসক দ্বারা লিখিত ও সম্পাদিত। এই ওয়েবসাইটে চিকিৎসক বলতে নুন্যতম এম বি বি এস ডিগ্রিধারী ডাক্তারদের বোঝানো হয়। এই ওয়েবসাইটের সকল লেখা সচেতনতামূলক এবং চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়