From a Doctor

ম্যালেরিয়া Malaria

ম্যালেরিয়া ; মশাবাহিত প্রানঘাতি রোগ

ম্যালেরিয়া একটি পরজীবীর দ্বারা সৃষ্ট একটি রোগ। পরজীবী সংক্রামিত মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। উচ্চ জ্বর এবং কাঁপুনি এই রোগের প্রধান লক্ষন।

প্রতি বছর প্রায় ২৯০ মিলিয়ন মানুষ ম্যালেরিয়াতে আক্রান্ত হয় এবং ৪ লাখ এরও বেশি মানুষ এই রোগে মারা যায়।

ম্যালেরিয়ার জ্বর সাধারণত কাঁপুনি দিয়ে শুরু হয়,  পরে উচ্চ জ্বর, ঘাম দিয়ে কমে যায়। এই চক্র চলতে থাকে। 

লক্ষণসমূহঃ

ম্যালেরিয়ার লক্ষণ ও লক্ষণগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে:

  • উচ্চ মাত্রার জ্বর
  • শীত শীত লাগা ও কাঁপুনি 
  • মাথা ব্যথা
  • বমি বমি ভাব এবং বমি
  • ডায়রিয়া
  • পেটে ব্যথা
  • পেশী বা জয়েন্টে ব্যথা
  • ক্লান্তি
  • দ্রুত শ্বাস – প্রশ্বাস নেয়া
  • দ্রুত হৃদস্পন্দন
  • কাশি

সাধারণত সংক্রামিত মশার কামড়ানোর কয়েক সপ্তাহের মধ্যেই ম্যালেরিয়ার লক্ষণ ও লক্ষণগুলি শুরু হয়। 

কখন চিকিতসকের কাছে যাবেন?

ম্যালেরিয়ার প্রধান লক্ষন, কাপুনিসহ জ্বর উঠা এবং ঘাম দিয়ে ছেড়ে যাওয়া। এরকম হলেই তারাতারি হাসপাতালে যান। 

কিভাবে হয়?

  • ম্যালেরিয়ার পরজীবী আক্রান্ত মশার কামড়ে

এছাড়া-

  • মা থেকে অনাগত সন্তানের কাছে
  • রক্ত সঞ্চালনের মাধ্যমে
  • ইনজেকশনের মাধ্যমে যারা মাদক নেয় তাদের একজনের কাছ থেকে আরেকজনের হতে পারে

কারা বেশি ঝুকিতে?

  • ম্যালেরিয়া প্রবন অঞ্চলে ভ্রমন করলে। বাংলাদেশে পার্বত্য চট্রগ্রাম,সিলেটের শ্রীমঙ্গল, সুনামগঞ্জ ইত্যাদি ম্যালেরিয়া প্রবন এলাকা 
  • ছোট শিশু 
  • বয়স্ক মানুষ
  • ম্যালেরিয়া নেই এমন অঞ্চল থেকে আগত যাত্রীরা
  • গর্ভবতী মহিলা এবং তাদের অনাগত শিশু

জটিলতাঃ

ম্যালেরিয়ার মৃত্যু সাধারণত এক বা একাধিক মারাত্মক জটিলতার সাথে সম্পর্কিত, যার মধ্যে রয়েছে:

  • সেরিব্রাল ম্যালেরিয়াঃ আপনার ব্রেনে ইনফেকশন পৌছে গেলে জীবন রক্ষা করা কঠিন হয়ে যায়।
  • শ্বাসকষ্টঃ আপনার ফুসফুসে জমা হওয়া তরল (পালমোনারি এডিমা) শ্বাস নিতে অসুবিধা করতে পারে।
  • বিভিন্ন অঙ্গ বন্ধ হয়ে যাওয়াঃ ম্যালেরিয়া কিডনি বা লিভারের ক্ষতি করতে পারে বা প্লীহা ফেটে যেতে পারে। এগুলো প্রাণঘাতী হতে পারে।
  • রক্তস্বল্পতা বা এনিমিয়া

কিভাবে প্রতিরোধ করবেন?

মশার কামড় থেকে নিজেকে রক্ষা করার জন্য-

  • আপনার ত্বক ঢেকে রাখুন। প্যান্ট এবং লম্বা হাতের শার্ট পরুন। 
  • ত্বকে মশা নিরোধক ক্রীম প্রয়োগ করুন। সরাসরি আপনার মুখে স্প্রে ব্যবহার করবেন না। মশারির নিচে ঘুমান। 
  • ম্যালেরিয়া প্রবন এলাকায় গেলে আগে থেকে প্রতিষেধক ওষধ খেয়ে যান। এ ব্যাপারে শুধুমাত্র রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। 
  • গর্ভবতী মহিলারা ম্যালেরিয়া প্রবন এলাকায় যাবেন না, বিশেষ করে পার্বত্য এলাকায়। 

সতর্কতাঃ

ম্যালেরিয়া ভয়ংকর রোগ। কোনভাবেই এর লক্ষণকে অবহেলা করা যাবে না।

 

লিখেছেন,
ডা কামরুল ইসলাম শিপু
সিনিয়র লেকচারার, মাইক্রোবায়োলজি, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ
এম এস সি ক্যান্ডিডেট, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এন্ড ইনফেকশাস ডিজিজ
দ্য ইউনিভার্সিটি অব এডিনবরা, ইউ কে।

 

আমাদের প্রতিটি লিখা চিকিৎসক দ্বারা লিখিত এবং সম্পাদিত। এই ওয়েবসাইটে চিকিৎসক/ডাক্তার বলতে নুন্যতম এম বি বি এস বা বি ডি এস ডিগ্রিধারী ডাক্তারদের বোঝানো হয়। এই ওয়েবসাইটের সকল লেখা সচেতনতামূলক এবং চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়